anusandhan24.com
বীর মুক্তিযোদ্ধা টিপু আইসিইউতে
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ ০৫:২২ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে (পান্থপথ) আইসিইউতে রয়েছেন।

গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে বুধবার রাতে আইসিইউতে ভর্তি করা হয়।

তার ছেলে অ্যাডভোকেট সাইফুল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্বার লাঞ্চে পানি জমাসহ নানা জটিলতা নিয়ে কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তিনি দেশবাসীর কাছে সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।