সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম ◈ সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন ◈ গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ◈ ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান ◈ স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ◈ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল ◈ টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে ◈ মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি ◈ মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ

বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নেয় পুরো ইউরোপ

প্রকাশিত : ০৯:০১ পূর্বাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার ১০৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

একটি ‘গুরুতর জনস্বাস্থ্য সংকটের’ মুখোমুখি এখন ইউরোপ। মহাদেশের প্রায় সবার বসবাস বায়ু দূষণের বিপজ্জনক স্তরের অঞ্চলে। প্রায় ৯৮ শতাংশ মানুষ এমন অঞ্চলে বাস করে যেখানকার বাতাসে অত্যন্ত ক্ষতিকারক সূক্ষ্ম কণার দূষণে ঠাসা। মহাদেশের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের বসবাস বায়ুর গুণগত মান যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনার চেয়ে দ্বিগুণের বেশি খারাপ। বুধবার প্রকাশিত গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মহাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো খুজে বের করতে দূষণ বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করেছে গার্ডিয়ান। এতে বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে উৎপন্ন ক্ষুদ্র বায়ুবাহিত কণা পিএম২.৫ এর পরিমাণের উপর ভিত্তি করে ডেটা সংকলন করা হয়েছে। পিএম২.৫ ফুসফুসের মধ্য দিয়ে প্রবেশ করে রক্ত প্রবাহে মিশে যেতে পারে। আর তার প্রভাব পড়তে পারে শরীরের প্রায় প্রতিটি অঙ্গে।

বর্তমান ডব্লিউএইচও’র নির্দেশিকা অনুযায়ী, পিএম২.৫ এর বার্ষিক গড় ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। কিন্তু গার্ডিয়ানের এই নতুন বিশ্লেষণে দেখা গেছে, ইউরোপের জনসংখ্যার মাত্র ২ শতাংশ বাতাসের এই সীমার মধ্যে বসবাস করে। বিশেষজ্ঞদের মতে, পিএম২.৫ দূষণের কারণে সারা মহাদেশে বছরে প্রায় ৪ লাখ মানুষের মৃত্যু হয়।

তথ্য সংকলন করেছেন নেদারল্যান্ডসের উট্রেখট ইউনিভার্সিটি ও সুইস ট্রপিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ ইনস্টিটিউটের শিক্ষাবিদরা। অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। তারা ২০১৯ সালে ইউরোপজুড়ে বার্ষিক গড় পিএম২.৫ স্তরের মডেল তৈরি করতে উচ্চ-রেজুলিউশন স্যাটেলাইট ডেটা থেকে দূষণ পর্যবেক্ষণ স্টেশন আর ভূমি ব্যবহার সম্পর্কে তথ্যের ব্যবহার করেছে। বর্তমানেও দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে আলাদা হবে না বলে মন্তব্য করেন তারা। তবে দূষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োগ করলে কিছু অঞ্চল উন্নতি লাভ করতে পারে বলে মতামত দেয় তারা।

অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা হয়েছে এতে। বিশদ উপগ্রহ চিত্র আর ১,৪০০টিরও বেশি গ্রাউন্ড মনিটরিং স্টেশন থেকে তথ্য নিয়ে দূষিত বাতাসের একটি ভয়ংকর চিত্র প্রকাশ করা হয়েছে।

ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ উত্তর মেসিডোনিয়া। দেশের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ এমন অঞ্চলে বাস করে যেখানে পিএম২.৫ এর মাত্রা ডব্লিউএইচও’র নির্দেশনার চেয়ে চারগুণ বেশি। আর এই দেশের রাজধানী স্কেপজেসহ চারটি অঞ্চলে বায়ু দূষণের পরিমাণ প্রায় ছয়গুণ পাওয়া গেছে।

ইতালি ব্যতীত পূর্ব ইউরোপের অবস্থা পশ্চিম ইউরোপের তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ। যেখানে পো উপত্যকা ও দেশের উত্তরে আশপাশের অঞ্চলে বসবাসকারীদের এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ ডব্লিউএইচও’র নির্ধারিত সবচেয়ে বিপজ্জনক বায়ুবাহিত কণার পরিসংখ্যানের চারগুণ।

মহাদেশজুড়ে তথ্য সংকলনকারী গবেষকদের দলকে নেতৃত্ব দেওয়া উট্রেখট ইউনিভার্সিটির পরিবেশগত মহামারিবিদ্যার অধ্যাপক রোয়েল ভার্মিউলেন বলেন, ‘এটি একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট। আমরা যা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তা হলো ইউরোপের প্রায় সবাই অস্বাস্থ্যকর বাতাসে নিশ্বাস নিচ্ছে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT