বিশ্বকে ঈদের শুভেচ্ছা এরদোগানের
প্রকাশিত : ০৬:২৭ অপরাহ্ণ, ২৭ জুন ২০২৩ মঙ্গলবার ১২৮ বার পঠিত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশ, জাতি ও গোটা বিশ্বের মুসলমানদের ঈদুল আজহা বা কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।
দেশটির সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, ভিডিও বার্তায় তুর্কি নেতা বলেন, ‘আমি দোয়া করি ঈদুল আজহা আমাদের পরিবার, আমাদের জাতি, মুসলিম বিশ্ব এবং সমগ্র মানবতার জন্য কল্যাণ বয়ে আনুক।’
ভিডিও বার্তায় এরদোগান বলেন, ঈদুল আজহার এই ছুটিতে আমরা একটি জাতি হিসেবে আমাদের ঐক্য এবং আমাদের চিরন্তন ভ্রাতৃত্বকে স্মরণ করি। ঈদুল আজহা সংহতি এবং ভাগ (শেয়ার) করে নেওয়ার মনোভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























