সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম ◈ সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন ◈ গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ◈ ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান ◈ স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ◈ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল ◈ টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে ◈ মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি ◈ মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ

বাহামাসে দেশের পক্ষে ভোট চাইলেন হাইকমিশনার খলিলুর রহমান

প্রকাশিত : ০৫:২৭ অপরাহ্ণ, ২১ মে ২০২৩ রবিবার ১২৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান ‘অনাবাসিক’ হাইকমিশনার হিসেবে বাহামাসের গভর্নর জেনারেল কর্নেলিয়াস আলভিন স্মিথের কাছে গত বৃহস্পতিবার পরিচয়পত্র পেশ করেন। এরপর জুলাইয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার কাউন্সিল নির্বাচনে মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে ভোট দিতে বাহামাসের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান হাইকমিশনার।

শনিবার কানাডার অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বাহামাসের প্রধানমন্ত্রী বাংলাদেশকে সমর্থন দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে হাইকমিশনারকে আশ্বস্ত করেন।

হাইকমিশন থেকে জানানো হয়, পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে বাহামাসের গভর্নর জেনারেল ও নবনিযুক্ত হাইকমিশনার দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। বাহামাসের গভর্নর জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক প্রণীত রূপকল্প ২০৪১ সহ অন্যান্য জাতীয় উন্নয়ন পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। গভর্নর জেনারেল জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলসহ অন্যান্য বহুপাক্ষিক প্ল্যাটফর্মে পরস্পরকে সমর্থন করার ক্ষেত্রে বাংলাদেশ এবং বাহামাসের দৃষ্টান্তমূলক সহযোগিতার ইতিহাসও তুলে ধরেন।

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অসামান্য অগ্রগতির ভূয়সী প্রশংসা করে গভর্নর জেনারেল আগামী আগস্টে নাসাউতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর ওয়েমেন মিনিস্ট্রিয়াল বৈঠকে বাংলাদেশ থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি পাঠানোর জন্য অনুরোধ করেন।

হাইকমিশনার গভর্নর জেনারেলকে জানান, বাহামাসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সম্প্রসারণের জন্য বাংলাদেশ সরকার তাকে প্রথমবারের মতো দেশটিতে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। বিশেষ করে তিনি আর্থিক পরিষেবা এবং পর্যটনের ক্ষেত্রে সহযোগিতার অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি, মহাপরিচালক ও গভর্নর জেনারেলের কার্যালয়ের সচিব উপস্থিত ছিলেন।

পরে হাইকমিশনার বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ এডওয়ার্ড ডেভিস এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী চেস্টার কুপারের সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

বাহামাসের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈশ্বিক প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। হাইকমিশনার জাতিসংঘ জলবায়ু পরিবর্তন প্রক্রিয়ার পাশাপাশি কমনওয়েলথ ফোরামে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশগুলোকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেন। উভয়পক্ষ প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর দ্বারা প্রতিশ্রুতিবদ্ধ জলবায়ু অর্থায়ন নিশ্চিত ও শারম আল শেষে অনুষ্ঠিত কপ-২৭ সম্মেলনে ঘোষিত ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল দ্রুত চালু করতে অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।

হাইকমিশনার জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য বাহামাসের সমর্থন কামনা করেন। তিনি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো অন্বেষণ এবং চিহ্নিত করার পাশাপাশি বাণিজ্য ও আর্থিক খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য দুই দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারকের খসড়া বাহামাসের প্রধানমন্ত্রীকে হস্তান্তর করলে তিনি দেশটির পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সমঝোতা স্মারকটি দ্রুত স্বাক্ষরের বিষয়ে নির্দেশনা দেন।

হাইকমিশনার ও উপ-প্রধানমন্ত্রীর বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশ ও বাহামাসের মধ্যে জনগণের গতিশীলতা বাড়ানো ওপর গুরুত্বারোপ করেন কুপার। দুই দেশের মধ্যে সহযোগিতার অপার সম্ভাবনার কথা স্বীকার করে ঢাকা-টরেন্টো-নাসাউ বিমান চলাচল চালু করতে বিমান বাংলাদেশ ও বাহামাস এয়ারের মধ্যে কোড শেয়ারিংসহ বেসামরিক বিমান চলাচল খাতে অন্যান্য সহযোগিতার জন্য উভয়পক্ষ একটি ‘বিমান পরিষেবা চুক্তি সম্পাদন করতে আলোচনা শুরু করার বিষয়ে একমত হন। এ ছাড়া জাহাজ নির্মাণ, উৎপাদন ও পর্যটন খাতে একসঙ্গে কাজ করতেও উভয়পক্ষ সম্মত হয়েছেন। উল্লেখ্য, বাহামাসের উপ-প্রধানমন্ত্রী একই সঙ্গে দেশটির পর্যটন, বিনিয়োগ ও বিমান পরিবহণ মন্ত্রালয়েরও দায়িত্বপ্রাপ্ত।

এর আগে হাইকমিশনার বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেন। হাইকমিশনার পর্যটন এবং জাহাজ নির্মাণসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব করেন। এ লক্ষ্যে প্রস্তাবিত সমঝোতা স্বারক দ্রুত সম্পন্ন করতে উভয়পক্ষ সম্মত হয়।

এছাড়াও হাইকমিশনার বাহামাস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ ও বাহামাসের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের জাহাজ নির্মাণ, আর্থিক সেবা খাত এবং উৎপাদন খাতে সম্ভাব্য বাহামিয়ান বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশ থেকে বাহামাসে তৈরি পোশাক (আরএমজি), চামড়াজাত পণ্য এবং পাটজাত পণ্য রপ্তানির জন্য দুই দেশের চেম্বারের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা স্মারক স্বাক্ষর করতে আলোচনা শুরু করার বিষয়ে সম্মত হয়।

হাইকমিশনার বাহামাসের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য এবং অন্যান্য পণ্য আমদানিকারকদের সঙ্গেও পৃথক পৃথক আলোচনা করেন। এ সময় তাদের মধ্যে বাংলাদেশ থেকে সরাসরি পণ্য আমদানির বিষয়ে আগ্রহ লক্ষ্য করা যায়। হাইকমিশনার এই আমদানিকারকদের বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), লেদার গুডস অ্যান্ড ফুটওয্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি), এবং বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজেজিইএ)-সহ অন্যান্য ব্যবসায়িক সংস্থার সঙ্গে তাদেরকে সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এদের মধ্যে একজন আমদানিকারক স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বাংলাদেশ সফর করার ইচ্ছা প্রকাশ করলে হাইকমিশনার সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT