সোমবার ০৩ নভেম্বর ২০২৫, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বলা বা লেখার স্বাধীনতা আটকে গেলে প্রতিবাদের ভাষা কার্টুন

প্রকাশিত : ১০:১৪ পূর্বাহ্ণ, ১৭ আগস্ট ২০২৪ শনিবার ৯৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রতিবাদের অন্যতম এক মাধ্যম কার্টুন। নানা সময়ে সরকারের অন্যায়ের প্রতিবাদে কার্টুন প্রতিবাদের মোক্ষম অস্ত্র। গত সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনেও আকাঁ হয়েছে কার্টুন। শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর পান্থপথের দৃক গ্যালারীতে আয়োজিত হয় প্রতিবাদী প্রদর্শনী।

বিকেল পাঁচটায় উদ্বোধনের পর প্রদর্শনী চলে রাত আটটা পর্যন্ত। বলা বা লেখার স্বাধীনতা যেখানে আটকে যায় সেখানেই প্রতিবাদের ভাষা কার্টুন। প্রদর্শনী চলবে ২৩ আগস্ট বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।

প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা জানান, আগে যেখানে মুখ খুলে কথাই বলা যেতো না এখন কার্টুনের মাধ্যমেও প্রতিবাদ করা যাচ্ছে। এমন আয়োজন তারা খুবই উপভোগ করছেন।

এ বিষয়ে কার্টুনিস্ট মোর্শেদ মিশু জানান, কার্টুন যেমন গত দিনের অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন একইভাবে বর্তমান সরকাকেও জবাবিদহিতার মধ্যে রাখবে। অন্যান্য রাজনৈতিক দল যদি মনে করে যে আওয়ামী লীগ নেই তাহলে তারা এর সুযোগ নিবে তাহলে তারা ভুল ভাবছে। বর্তমান সরকারের উচিত সবার ভুলের সমালোচনা করা।

আলোকচিত্রী শহীদুল আলম জানান, কার্টুনের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে কৌতুক ব্যবহার এবং রম্যরস দিয়ে অনেক কিছু বলে ফেলা যায়। যেকোনো সময় এবং যেকোনো স্তরে যদি সাংবাদিকতায় বাধা দেয়া হয় তাহলে তা স্বৈরাচারী আচরণ। নতুন সরকার যদি এমনটা করে তাহলে তাকেও স্বৈরাচার বলা হবে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT