রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বন্যার পূর্বাভাস, ১০ জেলায় তাপপ্রবাহ

প্রকাশিত : ০৬:৪৪ পূর্বাহ্ণ, ৩ জুন ২০২৫ মঙ্গলবার ৫১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জুন মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পাশাপাশি দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণপূর্বাঞ্চলে বন্যার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ১০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

সোমবার আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপেও পরিণত হতে পারে।

মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বেশ ক্ষয়ক্ষতির পাশাপাশি সারা দেশে ভারি বৃষ্টি ঝরেছে।

সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারি বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আভাস মিলেছে ওই পূর্বাভাসে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, জুন মাসে বিচ্ছিন্নভাবে দেশে এক-দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

চলতি মাসে দেশে ৬ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়।

১০ জেলায় তাপপ্রবাহ

কয়েকদিন বৃষ্টির স্বস্তি শেষে দেশের ১০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এখন খুলনায় আছে; আশপাশের জেলায় আরও বিস্তৃত হবে। ১০ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে, তখন তাপমাত্রা কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যার বুলেটিনে বলা হয়, সোমবার খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর বিস্তার হতে পারে।

এদিন দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয় সাতক্ষীরায়। এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস মিলেছে।

বুলেটিনে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ১৯২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে কক্সবাজারের কুতুবদিয়ায়। এছাড়া কক্সবাজারে ১৬৬, কক্সবাজারের টেকনাফে ৮৭, নওগাঁর বদলগাছীতে ৭০ মিলিমিটারসহ প্রায় সারাদেশে বৃষ্টি হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT