বগুড়ায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার
প্রকাশিত : ০৭:০২ অপরাহ্ণ, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার ১৬৬ বার পঠিত
বগুড়ার দুপচাঁচিয়ায় সঞ্জয় কুমার দেবনাথ নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টায় উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, রোববার দিবাগত রাতে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের তার পরিচয়পত্র দেখিয়ে নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট (৩৯তম বিসিএস) পরিচয় দিয়ে গাড়ি তল্লাশি শুরু করেন। এ সময় সন্দেহ হলে পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয়পত্র ভুয়া বলে স্বীকার করেন। পরে পুলিশ তাকে আটক করে।
দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত সঞ্জয় পেশাদার প্রতারক। তার নামে একাধিক প্রতারণার মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।