বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’

প্রকাশিত : ০৭:৫৯ পূর্বাহ্ণ, ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার ৬৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ফেনীর পরশুরামে দপায় দফায় বন্যায় নিঃস্ব হয়ে যাচ্ছে বাসিন্দারা। টেকসই বাঁধ নির্মাণের দাবিতে বারবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনসহ বিভিন্নভাবে দাবি জানিয়ে আসলেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ স্থায়ী বাঁধ নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি। এবার বিষয়টির প্রতিবাদে নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’র আয়োজন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার (২১ জুলাই) ফেনীর পরশুরাম চিথলিয়া ইউনিয়নের অলকা গ্রামে এ প্রতীকী গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত অলকা গ্রামের বাসিন্দা ইমাম হোসেন। প্রতীকী ‘গায়েবানা জানাজা’র নামাজে আরও অংশগ্রহণ করেছেন বন্যায় বসতঘর হারানো মাসুম চৌধুরীসহ ৫ জন।

মুহুরী নদীর উজানে ভারতীর পানির চাপে সোমবার ফের বন্যায় প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।

দফায় দফায় বন্যায় নিঃস্ব হয়ে গেছে উপজেলা বাসিন্দারা। গত বছরের আগস্টের বন্যায় রেশ কাটতে না কাটতে চলতি মাসের ৮ জুলাই ভয়াবহ বন্যায় ১৫টি স্থানে বাঁধ ভেঙ্গে অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে রাস্তাঘাট ফসলী জমি পুল কালভার্টসহ অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, পরশুরাম উপজেলায় গত ৮ জুলাই বন্যায় ১৫টি স্থানে বাঁধ ভেঙ্গে যায়। শনিবার (১৯ জুলাই) থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনঃনির্মাণের কাজ শুরু হয়। সোমবার হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় বাঁধ পুনঃনির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। বন্যার পানি কমে গেলে মেরামতের কাজ পুনরায় শুরু করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT