ফিলিস্তিনে নিহতদের স্মরণে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
প্রকাশিত : ০৫:০০ অপরাহ্ণ, ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার ১৫১ বার পঠিত
								  
				
			
ফিলিস্তিনে ইসরাইলের হামলায় নিহতদের স্মরণে আগামী শনিবার দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। 
আরও পড়ুন: যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় সেই ইসরাইলি এমপি বরখাস্ত
এতে বলা হয়, আগামী ২১ অক্টোবর বাংলাদেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এ ছাড়া শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য দেশের সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
এর আগে রাজধানীর সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ইসরাইলি হামলার নিন্দা ও শোক প্রকাশের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























