শনিবার ১৮ অক্টোবর ২০২৫, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য সুখবর: স্বল্প খরচে দুবাইয়ে ১ বছরের রেসিডেন্সি ভিসা, জানুন শর্ত

প্রকাশিত : ০৭:১১ পূর্বাহ্ণ, ১ অক্টোবর ২০২৫ বুধবার ২১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দুবাই সরকার মানবিক কারণে প্রবাসীদের জন্য এক বছর মেয়াদি নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট ইস্যু করে থাকে। এই ভিসাটি বিশেষভাবে তাদের জন্য প্রযোজ্য, যারা তাদের পরিবারকে (যেমন: বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, সন্তান, ভাই-বোন) স্পন্সর করতে চান, অথবা যারা এমন দেশ থেকে এসেছেন যেখানে যুদ্ধ বা দুর্যোগ চলছে। আবেদনকারীরা যদি উপযুক্ত স্পন্সর বা হোস্ট পান, তাহলে তারা এক বছরের নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট পেতে পারেন।

মানবিক ভিসার ধরন ও প্রয়োজনীয়তা:
১. বাবা-মা (মা ও বাবা) স্পন্সর:
স্পন্সরকৃত ব্যক্তির পাসপোর্টের কপি

ন্যূনতম বেতন ১০,০০০ দিরহাম উল্লেখসহ বেতন সনদ বা নিয়োগপত্র

বাসার উপযোগী টেন্যান্সি চুক্তি (attested)

শেষ ৩ মাসের ব্যাংক বিবরণী

২. শ্বশুর-শাশুড়ি স্পন্সর:
উপরোক্ত একই শর্তাবলি প্রযোজ্য

৩. স্ত্রী ও সন্তানদের স্পন্সর (যদি বেতন ৪,০০০ দিরহামের কম এবং পূর্ববর্তী রেসিডেন্স পারমিট বাতিল বা মেয়াদোত্তীর্ণ হয়):
পাসপোর্ট

বিয়ে ও সন্তানদের জন্ম সনদ (attested)

টেন্যান্সি কনট্রাক্ট

ব্যাংক বিবরণী (শেষ ৩ মাসের)

৪. সন্তানদের স্পন্সর (যদি স্বামী-স্ত্রীর সম্মিলিত আয় ৪,০০০ দিরহামের নিচে হয়):
দু’জনের পাসপোর্ট

সন্তানের পাসপোর্ট

বেতন সনদ/চুক্তিপত্র

বিয়ে ও জন্ম সনদ (আরবি অনুবাদসহ attested)

দুইজনের ব্যাংক বিবরণী

বাসার চুক্তিপত্র

৫. ভাই-বোন স্পন্সর (১৮ বছরের নিচে বা বাতিল রেসিডেন্স পারমিটধারী):
পাসপোর্ট

পূর্ববর্তী রেসিডেন্স পারমিট (যদি থাকে)

বেতন সনদ

টেন্যান্সি চুক্তি

প্রথমে অভিভাবকদের স্পন্সর করা আবশ্যক, মৃত্যুবরণ বা বিবাহ বিচ্ছেদের ব্যতিক্রম

৬. সৎসন্তান স্পন্সর:
সন্তানের পাসপোর্ট

মায়ের/বাবার রেসিডেন্স পারমিট

বেতন সনদ

জন্ম সনদ (attested)

NOC (বাহিরে ইস্যু হলে attested), প্রয়োজনে অভিভাবকত্ব সনদ

৭. ২৫ বছরের বেশি বয়সী সন্তান:
সন্তানের পাসপোর্ট

স্পন্সরের বেতন সনদ

শিক্ষা চালিয়ে যাওয়ার প্রমাণ বা স্নাতক সনদ (attested)

৮. অভিভাবকত্বে থাকা শিশু:
সন্তানের পাসপোর্ট

বেতন সনদ

জন্ম সনদ

অভিভাবকত্ব সনদ (আদালত কর্তৃক জারিকৃত ও attested)

ব্যাংক বিবরণী, বাসার চুক্তিপত্র

৯. ফোস্টার কেয়ার (দত্তক শিশু):
পাসপোর্ট

বেতন সনদ

বাসার চুক্তিপত্র

জন্ম সনদ

আদালতের দত্তক সনদ ও অনাপত্তি সনদ (attested)

orphanage-এর তথ্যসহ

১০. তালাকপ্রাপ্ত বা বিধবা নারী (সন্তানসহ বা ছাড়া):
৬ মাসের মধ্যে আবেদন

আবেদনকারী UAE-তে থাকতে হবে

স্বামীকে গ্যারান্টর হতে হবে (মৃত্যুর পূর্বে)

নিজেই গ্যারান্টর হতে হবে (সন্তান স্পন্সর করতে চাইলে)

১১. তালাকপ্রাপ্ত বা বিধবার সন্তান স্পন্সর:
সন্তানের পাসপোর্ট

১৮+ হলে মেডিকেল পরীক্ষা

আগের রেসিডেন্স পারমিট

এক বছরের জন্য বৈধ, নবায়নের জন্য অনুমোদিত কমিটির কাছে যেতে হবে

১২. পুত্রবধূ স্পন্সর:
পুত্রবধূর পাসপোর্ট

ছেলের পাসপোর্ট ও রেসিডেন্স পারমিট (একই স্পন্সরের অধীনে)

বিয়ে সনদ (attested)

বাসার চুক্তিপত্র

কারণ ব্যাখ্যাকারী চিঠি (ছেলে প্রবাসে, মৃত, চাকরি হারিয়েছে ইত্যাদি)

১৩. নাতি-নাতনি স্পন্সর (পুত্র/কন্যার দিক থেকে):
সন্তানের পাসপোর্ট ও রেসিডেন্স পারমিট (একই স্পন্সরের অধীনে)

জন্ম সনদ

কারণ ব্যাখ্যাকারী চিঠি (ছেলে/মেয়ে প্রবাসে, বেকার, মৃত্যুবরণ করেছে ইত্যাদি)

বাসার চুক্তিপত্র, বেতন সনদ

১৪. যুদ্ধ বা দুর্যোগপীড়িত দেশের নাগরিকদের স্পন্সর:
প্রযোজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কাগজপত্র

খরচ:

রেসিডেন্স পারমিট ফি: ২০০ দিরহাম

জ্ঞান ফি: ১০ দিরহাম

উদ্ভাবন ফি: ১০ দিরহাম

দেশের ভিতরে আবেদন করলে: ৫০০ দিরহাম

ডেলিভারি: ২০ দিরহাম

প্রতি অতিরিক্ত বছর: ১০০ দিরহাম বাড়তি

শর্তাবলি:

আবেদনকারী যদি ইউএই নাগরিকের আত্মীয় হন, যেকোনো সম্পর্কের প্রমাণ দিতে হবে।

যদি একজন প্রবাসীর আত্মীয় হন, তাহলে বাবা, মা, নাবালক ভাইবোন, স্বামী বা স্ত্রীর পিতা-মাতা ও নাবালক সন্তানদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT