পোপের সঙ্গে দেখা করবেন জেলেনস্কি
প্রকাশিত : ০৪:৪৬ অপরাহ্ণ, ১২ মে ২০২৩ শুক্রবার ১৩৪ বার পঠিত
পোপের সঙ্গে দেখা করতে পারেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার ভ্যাটিকান সিটিতে হতে পারে এ সাক্ষাৎ। খবর রয়টার্সের।
সপ্তাহ দুয়েক আগে একটি শান্তি মিশন নিয়ে কাজ করছেন বলে জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। তবে এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেননি তখন।
এই সফর নিয়ে কিয়েভের সঙ্গে যোগাযোগ করা হলে, সেখান থেকেও মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয় ইতালীয় সূত্র থেকে জানা গেছে, এই সপ্তাহের শেষেই হতে পারে পোপ-জেলেনস্কির সফর। এ সময় ইউক্রেন প্রেসিডেন্ট ইতালীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।