পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
প্রকাশিত : ০৮:৩৭ অপরাহ্ণ, ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার ১৩৭ বার পঠিত
পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার দিকে সেতুর ১০ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে গোল্ডেন লাইন ও অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সেতুর ওপর কাজ চলমান থাকায় এক লেনে গাড়ি চলছিল। ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের এক হেলপার ও একজন যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পদ্মা উত্তর থানা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, সেতুর ওপর সড়ক বিভাজক দিয়ে কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল রয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।