তুরস্কের পারমাণবিক চুল্লি উদ্বোধন অনুষ্ঠানে পুতিন
প্রকাশিত : ০৯:১৩ অপরাহ্ণ, ২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার ১২৭ বার পঠিত
তুরস্কের প্রথম পারমাণবিক চুল্লি উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর দ্য মস্কো টাইমসের।
এ সময় ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। পারমাণবিক চুল্লির কাজে সহায়তার জন্য রাশিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এরদোগান।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু জ্বালানি কোম্পানি ‘রোসাটম’ তুরস্কের ‘আক্কু’ নামের চুল্লিটি নির্মাণে সহায়তা করেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে- ফোনালাপে পুতিন ও এরদোগান শস্যচুক্তি ও ইউক্রেন যুদ্ধ নিয়েও আলাপ করেন।
এ সময় পুতিন বলেন, অর্থনীতি, বাণিজ্য ও কৃষি খাতে তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদার করবে রাশিয়া
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।