চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
প্রকাশিত : ০৮:০৫ পূর্বাহ্ণ, ৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার ৫০ বার পঠিত
চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করার খবর পাওয়া গেছে। পরে তার লাশ বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। আজ বুধবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম বাবু (৩২) দর্শনা থানার অধিন ঝাঝাডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে। নিহত ইব্রাহিম বাবু গরুর ঘাস কাটার জন্য সীমান্ত এলাকায় গিয়েছিল বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমির স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান, সকাল ১১টার দিকে ইব্রাহিম গরুর ঘাস কাটার জন্য সীমান্ত এলাকার মাঠে যায়। বেলা ১টার দিকে সীমান্তের ২৯ নম্বার মেইন পিলারের কাছে দুটি গুলির শব্দ শোনা যায়। পরিবারের দাবি, ইব্রাহিমকে সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলি করে হত্যা করে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হাসানের মোবাইল ফোনে ঘটনা জানার জন্য একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।