মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ ◈ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ◈ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ ◈ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ ◈ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ◈ টানা ৫ দিন বৃষ্টির আভাস ◈ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি ◈ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা

চীনে নির্ঘুম মানুষের জন্য ভাতঘুম সেন্টার

প্রকাশিত : ০৭:১৩ পূর্বাহ্ণ, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার ১১০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

‘চাইনিজ স্লিপ রিসার্চ সোসাইটি’র একটি ঘুম গবেষণা প্রতিবেদন অনুযায়ী, করোনা মহামারির পর থেকে চীনে ঘুমের সমস্যায় ভুগছেন ৩০ কোটিরও বেশি মানুষ।

অনিদ্রা রোগে আক্রান্ত এ মানুষগুলোরই একজন জুয়ান ই। এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনি মনস্তাত্ত্বিক কাউন্সেলিং থেকে শুরু করে এসেনশিয়াল অয়েল ব্যবহার সব উপায়েরই দ্বারস্ত হয়েছেন। কোনো চিকিৎসায়ই ফল না পেয়ে অবশেষে তিনি ঘুমের অসুখে বেছে নিয়েছেন সুরের ওষুধ।

চীনে সম্প্রতি বেশ চাঙা হয়ে উঠেছে নির্ঘুম মানুষদের ‘ভাতঘুম সেন্টার’। বেইজিংয়ে এমনই একটি সেন্টারে শান্তির ঘুমের উপায় হিসাবে দেওয়া হয় ‘সুর থেরাপি’। আর এতে ৫০ মিনিট ঘুমের জন্য ১৮০ ইউয়ান অর্থাৎ প্রায় ২৭০০ টাকা মূল্য পরিশোধ করতে হয়। এএফপি।

চারপাশের অফিস ভবন বেষ্টিত বেইজিংয়ের কেন্দ্রস্থলের এই ভাতঘুম সেন্টারটি পরিচালনা করেন লি ইয়ান। ঘুমের জন্য তিনি তরুণ কর্মীদের ব্যস্ত রুটিন অনুযায়ী সময় ও স্লট অফার করেন। কোভিড-১৯ মহামারির পর থেকেই চীনে ঘুমের অর্থনীতিতে চাহিদা ক্রমবর্ধমাণভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানান লি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়ার তথ্যানুযায়ী, করোনা মহামারির শুধু প্রথম বছরেই বিশ্বব্যাপী হতাশা ও উদ্বেগ ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চীনের কর্মক্ষেত্রে উচ্চচাপের সংস্কৃতির ফলস্বরূপ দেশটির অনেক যুবককেই এই ভাতঘুম সেন্টারের দ্বারস্ত হতে হয়েছে। লি-এর এই সেন্টার নিয়ে জুয়ান বলেন, ‘আমার অনেক কাজের চাপ ছিল। আমি রাত ২টা থেকে ৩টার আগে ঘুমাতে পারতাম না। আবার প্রতিদিনের কাজ শুরু করার জন্য সকাল ৭টায় উঠতে হতো। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতাম আমি। কিন্তু অনেকদিন ধরেই আমার ভালো ঘুম হচ্ছিল না। কিন্তু লি ইয়ানের স্টুডিওতে পর্দা বন্ধ করে যখন নিরাময়কারী গানের সুর বেজে উঠে তখনই আমি আমার সমস্যা থেকে মুক্তি পাই।’ লি ইয়ান ঘণ্টা, ইউক্রেনীয় পানির ড্রাম, রেইনস্টিক এবং হ্যান্ডপ্যানের শব্দে এই সুর তৈরি করেন।

এ সম্পর্কে লি বলেন, ‘মস্তিষ্ককে একটি সংক্ষিপ্ত বিরতি দিতে অস্থির মনের কয়েক ডজন মানুষ একসঙ্গে এই চিকিৎসা নেন। আর বিশ্রাম নেওয়ার এই পদ্ধতিটিকে তিনি সেল ফোনের ব্যাটারি তিন শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করার সঙ্গে তুলনা করেছেন। আলিবাবার মতো জায়ান্ট কোম্পনির কর্মীরাও লি-এর সেশনগুলোকে টিম-বিল্ডিং অনুশীলন হিসাবে ব্যবহার করেছেন বলে জানান লি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT