চীনের সঙ্গে কেনিয়ার সম্পর্ক কি শেষ হয়ে যাচ্ছে?
প্রকাশিত : ০৬:১১ পূর্বাহ্ণ, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার ১১৬ বার পঠিত
চীনকে ফেলে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করছেন। এতে অনেকে মনে করছেন যে চীনের সঙ্গে কেনিয়ার ঘনিষ্ঠতার দিন কি শেষ হয়ে যাচ্ছে কিনা।
গত বছরের আগস্টে নির্বাচনে প্রবীণ বিরোধী প্রার্থী রাইলা ওডিঙ্গাকে পরাজিত করে রাষ্ট্রভার গ্রহণ করেছেন রুটো। ক্ষমতায় বসার পর থেকেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে কেনিয়ার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করেছেন।
এটি তার পশ্চিমা নীতি কিনা সে বিষয়ে অনেকে ভাবছেন। অথচ তার পূর্বসূরিদের চীনের সঙ্গে সখ্যতা বেশি ছিল। আর এ কারণেই পূর্ব আফ্রিকার দেশজুড়ে চীনা-নির্মিত অবকাঠামো গড়ে উঠেছে।
এ প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশক ধরে চীনের সঙ্গে কেনিয়ার কূটনৈতিক সম্পর্ক বেশ জোরালো ছিল। কিন্তু বর্তমানে তার বিচ্যুতি ঘটেছে বলে মনে হচ্ছে। কারণ বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে কেনিয়া ক্রমবর্ধমানভাবে পশ্চিমের ঘনিষ্ঠ হয়ে উঠছে।
গত সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পর থেকে আফ্রিকার বাইরে রুটোর বেশ কয়েকটি সফর মূলত মার্কিন যুক্তরাষ্ট্র (দুইবার), যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম এবং জার্মানিসহ পশ্চিমা দেশগুলোতে হয়েছে।
সূত্র: জিও নিউজ
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।