রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ১০ বছরের মধ্যে এপ্রিলে সর্বনিম্ন বৃষ্টি, বেড়েছে তাপদাহের স্থায়ি

প্রকাশিত : ০৬:২২ পূর্বাহ্ণ, ৩০ এপ্রিল ২০২৪ মঙ্গলবার ১৩১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

খুলনায় কমেছে বৃষ্টিপাত, আর বেড়েছে তাপমাত্রা এবং তাপদাহের স্থায়িত্ব। এ বছর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে, ২৫ এপ্রিল তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে গত ১০ বছরের মধ্যে খুলনায় চলতি এপ্রিলে সর্বনিম্ন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি এপ্রিলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৭ মিলিমিটার। আজ সোমবার খুলনা আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

খুলনা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, খুলনায় এ বছর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর চলতি এপ্রিল মাসে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৭ মিলিমিটার। গত বছর ১৬ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে গত বছর তাপদাহের স্থায়িত্বকাল ছিল এ বছরের তুলনায় কম। গত বছর এপ্রিলে বৃষ্টি হয়েছিল ৩৪ মিলিমিটার। এর আগে, ২০০০ সালের এপ্রিলে বৃষ্টিপাত হয়েছিল ৭০ মিলিমিটার। ওই বছর এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৪ সালের এপ্রিলে বৃষ্টি হয়েছিল ৫০ মিলিমিটার, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সূত্রটি জানায়, গত বছরগুলোতে তাপমাত্রা বাড়লেও কয়েকদিনের মধ্যে বৃষ্টি হওয়ায় তাপদাহের স্থায়িত্বকাল কম ছিল। চলতি এপ্রিল মাসে বৃষ্টি কম হওয়ায় গরমের প্রভাব বেশি।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আমিরুল আজাদ বলেন, বছরের অন্যান্য মাসের তুলনায় এপ্রিল মাসে স্বাভাবিকভাবেই গরম বেশি থাকে। তবে খুলনায় তাপমাত্রা দিন দিন বাড়ছে এবং সেই সঙ্গে তাপদাহের স্থায়িত্বকালও বেড়েছে। তাদদাহের কারণ হিসেবে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং বৃষ্টিপাত কমে যাওয়াই এর অন্যতম কারণ। এছাড়া খুলনায় অনেক জলাশয় ভরাট করে অবকাঠামো তৈরি করা হয়েছে। অনেক নদী-খাল শুকিয়ে গেছে। পাশাপাশি গাছপালা কেটে ফেলার কারণেও গরম বেড়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, খুলনায় অনেক জলাধার ভরাট করে ফেলা হয়েছে। এসব জলাশয় তাপ শোষণ করে নিত। আগে অনেক গাছপালা ছিল, সেগুলো অক্সিজেন সরবরাহ এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করত। এখন গাছপালা কমে যাওয়ায় বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে। তিনি জানান, খুলনায় আগের তুলনায় এসি’র সংখ্যা ও ব্যবহার বেড়েছে। তাপমাত্রা বৃদ্ধির এটিও একটি কারণ। এছাড়া খুলনায় লবণাক্ততা বেড়েছে। লবণাক্ততার কারণে বাতাসে আর্দ্রতা ও লবণের পরিমাণ বেশি থাকায় গরম বেশি লাগছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT