কাঠমান্ডুতে ৪ বছর পর সার্ক সনদ দিবস উদযাপন
প্রকাশিত : ০৯:০৯ পূর্বাহ্ণ, ১৭ ডিসেম্বর ২০২৩ রবিবার ১১৫ বার পঠিত
চার বছর পর পালিত হয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সনদ দিবস। ১১ ডিসেম্বর সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার এবং তার সহধর্মিণী তাসলিমা সারওয়ার কাঠমান্ডুর হোটেল রেডিসনে সার্কের ২৯তম সনদ দিবস উদ্যাপনে একটি সংবর্ধনার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের ভাইস প্রেসিডেন্ট রামসাহায় প্রসাদ যাদব। স্মারক অনুষ্ঠানে নেপালের উপপ্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সুপ্রিমকোর্টের উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবিধানিক সংস্থা, সরকার, নিরাপত্তা সংস্থা, সার্কের পর্যবেক্ষক দেশের মিশনসহ কূটনৈতিক মিশনের প্রধান, সুশীলসমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, মিডিয়াকর্মী এবং সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার রাষ্ট্র-সরকারপ্রধানরা এই ঐতিহাসিক দিনটি স্মরণে বিশেষ বার্তা জারি করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত সারওয়ার বলেন, সার্ক প্রতিষ্ঠার পর থেকে দারিদ্র্য বিমোচনসহ সহযোগিতার বেশকিছু সম্মত ক্ষেত্রে অবিচল অগ্রগতি করেছে, যেটিকে সার্কের নেতারা সার্কের অত্যধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসাবে বর্ণনা করেছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।