কনসার্ট হলের হত্যাকাণ্ডে রাশিয়ায় জাতীয় শোক
প্রকাশিত : ০৫:৫৩ অপরাহ্ণ, ২৪ মার্চ ২০২৪ রবিবার ১২১ বার পঠিত
রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
এই ঘটনার জেরে আজ রোববার দেশজুড়ে একদিনের জাতীয় শোক পালন করছে রাশিয়া। খবর এএফপির।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার বিষয়ে তার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ইউক্রেনে পালিয়ে যাবার সময় চার বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার হামলার পরপরই রাশিয়ার কর্মকর্তারা এ ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছিল। যদিও রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।
হামলার পরদিন শনিবার এক টেলিগ্রাম বার্তায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে।
যদিও প্রেসিডেন্ট পুতিন জনসমক্ষে করা প্রথম মন্তব্যে আইএসয়ের দায় স্বীকার করে দেওয়া বিবৃতির বিষয়ে কোনো কথা বলেননি।
এদিকে এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে আছেন শতাধিক। এদের মধ্যে অনেকের অবস্থা বেশ গুরুতর। রুশ কর্মকর্তারা মনে করছেন,মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।