বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়ের ছুটে চলা – থেমে গেল দুই তরুণের জীবন

প্রকাশিত : ০৬:৩৫ পূর্বাহ্ণ, ৩ আগস্ট ২০২৫ রবিবার ৪৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পদ্মা সেতুর আলো ঝলমলে এক্সপ্রেসওয়ে। সেতুর দক্ষিণ প্রান্তে থাকা সার্ভিস এরিয়ায় তখন রাত ১০টা। কেউ কেউ হয়তো পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কেউ ফিরছেন কর্মদিবস শেষে। আর সেই সময়টিতেই থেমে গেল দুই তরুণের প্রাণভরা পথচলা। শরীয়তপুরের জাজিরা নাওডোবা প্রান্তে পদ্মাসেতুর ঢালে বাসচাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হন।

নিহতদের মধ্যে একজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা গেছে। তিনি হলেন মোহাম্মদ আলী অন্তু। তিনি ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকার মো. গোলাম কিবরিয়ার ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে দুজন একই এলাকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে একটি মোটরসাইকেল জাজিরার পদ্মাসেতু সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে উঠার সময় পদ্মাসেতু পার হয়ে আসা অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

খবর পেয়ে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ওসি মো. নকিব আকরাম হোসেন বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় অবগত করেছি। তারা এসে মরদেহ নিয়ে গেছে। মোটরসাইকেলের একজন আরোহীর পরিচয় পাওয়া গেছে। এছাড়াও অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT