সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ◈ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ ◈ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ ◈ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ◈ টানা ৫ দিন বৃষ্টির আভাস ◈ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি ◈ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা ◈ ইসরাইলকে রুখতে সুনির্দিষ্ট পরিকল্পনা চায় জর্ডান

ইসরাইলের কল্পনার চেয়েও সংগঠিত হামাস!

প্রকাশিত : ০৮:১৩ পূর্বাহ্ণ, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার ২২৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ফিলিস্তিনির স্বাধীনতকামী বাহিনী হামাস এমন একটি সেনাবাহিনীর সঙ্গে লড়ছে যারা অত্যাধুনিক ভারী অস্ত্রশস্ত্র আর বিমান শক্তিতে সুসজ্জিত। ইসরাইলের আধুনিক সব অস্ত্রের বিপরীতে হামাসের কাছে আছে ঘরে তৈরি ইমপ্রোভারিস্ট এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), রকেট অথবা হালকা কিছু অস্ত্রশস্ত্র। আর এ কারণেই অভিজানে কৌশলগত ব্যবস্থা গ্রহণ করেছে দলটি।

হামাস ইসরাইলে অভিযান চালিয়েছে গত শনিবার। হামাসের এই অভিযানে তারা যে কৌশলগুলো ব্যবহার করেছে তাতে সংগঠনটিকে সুসজ্জিত বলেই মনে করছেন সমরবিশেষজ্ঞরা।

আকশপথ, সমুদ্র ও স্থলপথ ব্যবহার করে ইসরাইলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হামাস। এ ধরনের অভিযান সামরিক পরিভাষায় মাল্টি-ডোমেন অপারেশন হিসাবে পরিচিত। হামাস ড্রোন ব্যবহার করে ইসরাইলের প্রাথমিক আক্রমণ চালায়। এরপরই শুরু করে রকেট হামলা। এগুলো মূলত পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নিতে গঠনমূলক অপারেশন। পরবর্তী পর্যায়ে ইসরাইলে সরাসরি অনুপ্রবেশ করে তারা। ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণসহ সৈন্যদের বন্দি ও সামরিক সরঞ্জাম দখল করে হামাস। আলজাজিরা।

ইসরাইলে রাজনৈতিক উত্তেজনা চলাকালীন অভিযানের পরিকল্পনা করেছিল হামাস। হামাস ইসরাইলের গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তা অধ্যয়ন করেছে। ইসরাইলের বিভিন্ন সূত্র শনাক্ত করেছে। আর তাদের লুকানোর প্রস্তুতির জন্য সেনাবহিনীর মনোযোগ অন্যত্র সরিয়ে রেখেছে।

বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনুযায়ী, হামাস টানেল অবকাঠামোগুলোতেও প্রচুর বিনিয়োগ করেছে। ভূগর্ভস্থ প্যাসেজের একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে। আর এর মাধ্যমেই তারা ইসরাইলের চেকপয়েন্টগুলোতে সরাসরি প্রবেশ করতে পেরেছে। হামাসের ভূগর্ভস্থ টানেলের ব্যবহার ইসরাইলের গোয়েন্দাদের কাছ থেকে তাদের প্রস্তুতি গোপন করতে সহায়তা করেছে।

অতীতের বিভিন্ন সংঘর্ষ থেকে নেওয়া অভিজ্ঞতা ব্যবহার করেছে হামাস। ২০০২ সালে জেনিনে যোদ্ধাদের ব্যবহƒত কৌশলগুলো অধ্যয়ন করেছে তারা। আর এর সঙ্গে অন্তর্ভুক্ত করেছে নিজস্ব উদ্ভাবন।

অনেকে মনে করছেন তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ও বিদ্রোহী যুদ্ধ কৌশল থেকে অনুপ্রেরণা নিয়েছে সংগঠনটি।
জেনিনের যুদ্ধ থেকে হামাস যে মূল শিক্ষাগুলো পেয়েছে তার মধ্যে একটি হলো হতাহতের ঘটনা ঘটানো। আর ইসরাইলের সামরিক অভিযানকে ব্যাহত করতে আইইডি ব্যবহার। আইইডি সবচেয়ে কম খরচে তৈরি করা যায় আর সহজেই লুকিয়ে রাখা যায়। জেনিন যোদ্ধাদের কাছ থেকে আরেকটি সম্ভাব্য পাঠ ছিল ইসরাইলের নজরদারি এড়াতে ও আকস্মিক আক্রমণ শুরু করতে টানেলের নেটওয়ার্ক ব্যবহার।

ইসরাইলের বাহিনীর সঙ্গে অতীতের সংঘর্ষ, বিশেষ করে গাজায় ২০১৪ সালের হামলার সময় হামাসকে শহুরে যুদ্ধের মূল্য, টানেল নেটওয়ার্ক, মনস্তাত্ত্বিক যুদ্ধ ও অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধের সর্বাধিক ব্যবহার কীভাবে করা যায় তা শিখিয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT