ইসরাইলকে সহায়তাকারী দেশকে ইরানের কঠোর হুঁশিয়ারি
প্রকাশিত : ১০:১৯ পূর্বাহ্ণ, ১৪ এপ্রিল ২০২৪ রবিবার ৮৭ বার পঠিত
ইসরাইলকে যেসব দেশ সহায়তা করবে তাদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ইসরাইলকে ইরান আক্রমণের জন্য কোনো দেশ তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দিলে তারা ইরানের কাছ থেকে কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে মন্ত্রী আশতিয়ানির বরাত দিয়ে বলা হয়েছে, যে কোনো দেশ ইরানে হামলার জন্য ইসরায়েলের জন্য তার আকাশসীমা বা ভূমি উন্মুক্ত করলে তারা আমাদের পক্ষ থেকে নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া পাবে।
এদিকে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যারেজ উৎক্ষেপণ করেছে ইরান।
ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী দেশের আকাশসীমায় পৌঁছানোর আগেই ইরানের ড্রোনগুলো আটকানোর চেষ্টা করছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।