ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল
প্রকাশিত : ০৫:৪৯ অপরাহ্ণ, ৩১ মে ২০২৩ বুধবার ১৪২ বার পঠিত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামিন আগামী ২ জুন পর্যন্ত বাড়িয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। বুধবার ১৯০ মিলিয়ন পাউন্ড নিষ্পত্তির মামলায় আদালত তার অন্তর্বর্তী জামিন বাড়ায়।
অপরদিকে আদালত ১৪৪ ধারা লঙ্ঘন সংক্রান্ত পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রীর জামিন আবেদনের মেয়াদ ১০ দিন বাড়িয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বুধবার এ খবর দিয়েছে। এতে বলা হয়, এর আগে একই মামলায় তার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য তিনি তার স্ত্রী বুশরা বিবিকে নিয়ে ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সের ভিতরে উপস্থিত একটি জবাবদিহি আদালতে যান। আদালত সাবকে ফার্স্ট লেডির আবেদন নিষ্পত্তি করে তাকে চলে যাওয়ার অনুমতি দেয়।
এর আগে গত ৯ মে ওই মামলায় ইমরান খানকে গ্রেফতার করে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। আইএইচসি প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল, যা দেশটিজুড়ে সহিংস বিক্ষোভের সূত্রপাত করে। পরবর্তীতে তিন দিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন তিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























