অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর
প্রকাশিত : ০৮:৩১ পূর্বাহ্ণ, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার ১১ বার পঠিত
দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ইরাকের আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর চলতি বছরের শেষেই চালু করা হবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ইরাকের পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর শাফাক নিউজের।
পরিবহনমন্ত্রী রাজ্জাক মুহিবিস আল-সাদাউই এক বিবৃতিতে জানান, বিমানবন্দরের বাইরের কাঠামোর ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। নতুন যন্ত্রপাতি বসানো এবং চারটি প্রধান সড়কের কাজ শেষ হলে সামগ্রিক অগ্রগতি ৮৫ শতাংশে পৌঁছাবে।
প্রায় ১ কোটি ৬০ লাখ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত এই বিমানবন্দরে যাত্রী টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার, হোটেলসহ আধুনিক সব সুবিধা থাকছে। ৩ হাজার ৪০০ মিটার দীর্ঘ রানওয়েবিশিষ্ট এ বিমানবন্দরটি বছরে ৭ লাখ ৫০ হাজারের বেশি যাত্রী পরিবহন করতে সক্ষম হবে। এতে দেশীয় ও আন্তর্জাতিক ভ্রমণ উভয়ই সহজ হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।