বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি ◈ একুশেই মিলবে স্টার্টআপ ঋণ, সুদ হার মাত্র ৪ শতাংশ ◈ আলিম ও কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষা স্থগিত ◈ কুমিল্লা শিক্ষাবোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ গাজায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তকারীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ◈ ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা ◈ মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ ◈ নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগষ্ট হত্যাকাণ্ডের চিত্র ◈ বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত ◈ ফেনীতে নতুন নতুন এলাকা প্লাবিত, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক

২ ঘণ্টা পর হাজারীবাগের তিন ট্যানারি কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৯:২৫ পূর্বাহ্ণ, ২২ জুন ২০২৫ রবিবার ২১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর হাজারীবাগে শনিবার (২১ জুন) মধ্যরাতে রাতে তিনটি ট্যানারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টার দিকে বাশার লেদার কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে ইউসুফ লেদার ও ফেনী লেদার কারখানায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পার্শ্ববর্তী কারখানার শ্রমিক-কর্মচারীরা আগুন নেভাতে তৎপর হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় রাত পৌনে ২টার দিকে।

প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। সরু রাস্তা ও পানির স্বল্পতার কারণে ফায়ার সার্ভিস সদস্যদের আগুন নেভাতে বেগ পেতে হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা। তবে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করতে ভোর ৬টা পর্যন্ত সময় লাগে।

হাজারীবাগ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ই জানান, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ও হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি—মোট চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফেনী লেদার ট্যানারির নিরাপত্তাকর্মী মো. আনিস মোল্লা জানান, ‌‌‘রাত ২টার দিকে ডিউটিতে ছিলাম। হঠাৎ দেখি বাশার লেদারের খেলনার কারখানায় আগুন লাগে, এরপর দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দুটি ট্যানারিতে। অসাবধানতার কারণে আগুন লেগেছে বলে ধারণা করছি। কারখানাগুলোতে কেমিকেল ও প্লাস্টিক জাতীয় দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে আশঙ্কা করছে কারখানা কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT