বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি ◈ একুশেই মিলবে স্টার্টআপ ঋণ, সুদ হার মাত্র ৪ শতাংশ ◈ আলিম ও কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষা স্থগিত ◈ কুমিল্লা শিক্ষাবোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ গাজায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তকারীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ◈ ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা ◈ মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ ◈ নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগষ্ট হত্যাকাণ্ডের চিত্র ◈ বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত ◈ ফেনীতে নতুন নতুন এলাকা প্লাবিত, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক

লোকসভার আগেই অস্বস্তি, সংকটে ‘ইন্ডিয়া’

প্রকাশিত : ০৭:১৪ পূর্বাহ্ণ, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার ৮২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিরাট সংকটের মুখে ‘ইন্ডিয়া’ জোট। আসন ভাগাভাগি দ্বন্দ্বে দুদিন আগেই জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার শোনা যাচ্ছে বিচারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নাম। জোট ছেড়ে যে কোনো মুহূর্তেই যোগ দিতে পারেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে। আর যদি সত্যি এমন ঘটনা ঘটে তাহলে আসন্ন লোকসভা নির্বাচনের ঠিক আগে এটাই হবে জোটের সবচেয়ে বড় বিপর্যয়।

নিতীশ এনডিএতে ফিরলে বিহারে নরেন্দ্র মোদি সরকারের জয় প্রায় নিশ্চিত। গত লোকসভা নির্বাচনে এনডিএ জোট ৪০টির মধ্যে ৩৯টি আসনে জয়লাভ করেছিল। এনডিটিভি।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের বেত্তিয়া থেকে রাজনৈতিক শোভাযাত্রা শুরু করতে পারেন। সেখানে মোদির পাশে নিতীশকেও দেখা যেতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দলের সব বিধায়ককে পাটনায় ডেকে পাঠিয়েছেন নিতীশ। এরই মাঝে কংগ্রেস সভাপতি মলি­কার্জুন খাড়গে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের নেত্রী পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে রাজ্যে আসন ভাগাভাগি নিয়ে অচলাবস্থা কাটাতে বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন।

বিজেপিবিরোধী দলগুলো মিলে গত বছর গঠন করেছিল ‘আইএনডিআইএ’ বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স জোট। মাত্র দুদিন আগেই এই জোটের সঙ্গে লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই না করার ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জি ও অরবিন্দ কেজরিওয়াল।

বুধবার মমতার এক ঘোষণায়ই রক্তচাপ বেড়ে যায় কংগ্রেসের। মমতা সাফ জানিয়ে দিয়েছিলেন, বাংলায় ভারতের কোনো আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা চান না তিনি। পাশাপাশি তিনি এও ঘোষণা করেন টিএমসি রাজ্যে লোকসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে ‘আসন ভাগাভাগির বিষয়ে বিকল্প পথ খুঁজতে বৃহস্পতিবার খড়গে মমতার সঙ্গে কথা বলেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি কংগ্রেসের এই সিনিয়র নেতা। শুধু জানিয়েছেন, মমতার পাশাপাশি ইন্ডিয়া জোটের উদ্দেশ্য একই! বাংলায় এবং বাংলার বাইরে বিজেপিকে পরাজিত করা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT