রাবিতে মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু
প্রকাশিত : ০৫:১৭ অপরাহ্ণ, ১৩ মার্চ ২০২৩ সোমবার ৯ বার পঠিত
স্থানীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংঘর্ষের ঘটনায় দুদিন ক্লাস-পরীক্ষা স্থগিতের সময়সীমা আজ থেকে শেষ হচ্ছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস-পরীক্ষা যথারীতি চালু থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্যের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য।
এ সময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীকে ক্লাসে ফেরার আহ্বান জানান উপাচার্য।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাবির উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।