সোমবার ২৪ মার্চ ২০২৫, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ঢাকায় গাইবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ ◈ ইস্তাম্বুলের মেয়রকে কারাগারে পাঠালো তুরস্কের আদালত, বিক্ষোভে উত্তাল দেশ ◈ গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল ◈ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চীনে বৈঠকে যাচ্ছে বিডা ◈ এপ্রিলে শুরু হচ্ছে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক কার্যক্রম ◈ ট্রাম্পের ‘দখল’ হুমকির মধ্যেই, কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা ◈ গত কয়েক দিনে ছাত্র নেতাদের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে: নুর ◈ ক্যান্সার রোগীদের পাশে ReVouge ও উজ্জ্বলা ফাউন্ডেশন ◈ নাটক বন্ধ করেন, নির্বাচন কবে বলেন: মাসুদ কামাল ◈ ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

রমজানে আমিরাতে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশ মূল্যছাড়

প্রকাশিত : ০৪:৫০ পূর্বাহ্ণ, ৩ মার্চ ২০২৫ সোমবার ১২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ৬৪৪টি প্রধান সুপারমার্কেট রমজান উপলক্ষে ১০,০০০টিরও বেশি পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ঘোষণা করেছে।

একটি কো-অপারেটিভ মোট ৩৫ মিলিয়ন দিরহাম মূল্যের ছাড় ঘোষণা করেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

শীর্ষ অফার ও ছাড়ের হার

অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির লুলু হাইপারমার্কেটে ৫,৫০০ পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়। আরেকটি কো-অপারেটিভ ৫,০০০+ পণ্যে ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছে।

এছাড়াও বিভিন্ন সুপারমার্কেটে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকবে। যেমন- চাল, চিনি, তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, পোলট্রি, ডাল, রুটি ও গম।

রমজান মাসে ক্রেতাদের জন্য এই বিশাল ছাড়ের সুযোগ একটি বড় স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে।

খাদ্য সরবরাহ বৃদ্ধি ও মূল্য নিয়ন্ত্রণ

এদিকে মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, দুবাইয়ের আল আওয়ার ফল ও সবজি বাজারে প্রতিদিন ১৫,০০০ টন খাদ্য আমদানি হচ্ছে। আর আবুধাবি বাজারে প্রতিদিন ৬,০০০ টন খাদ্য সরবরাহ করা হচ্ছে।

একই সঙ্গে অর্থ মন্ত্রণালয় রমজানে ৪২০টি পরিদর্শন অভিযান পরিচালনা করবে, যাতে কোনো দোকান মূল্যবৃদ্ধি করতে না পারে।

নিয়মিত বাজার পর্যবেক্ষণ

মন্ত্রণালয়টি জানায়, ২০২৪ সালে শহরগুলোতে ৮০,২৪৯টি চমকপ্রদ অভিযান পরিচালনা করা হয়েছিল। যার মধ্যে ৮,৩৮৮টি অনিয়ম ধরা পড়ে।

এছাড়াও ১৪টি বড় সুপারমার্কেটের সঙ্গে ইলেকট্রনিক লিংক (অনলাইন নজরদারি) স্থাপন করা হয়েছে। যাতে কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়লে তাৎক্ষণিকভাবে ধরা পড়ে।

ভোক্তাদের অভিযোগ জানানোর উপায়

সেই সঙ্গে কেউ যদি মূল্য পরিবর্তন বা নিম্নমানের পণ্য লক্ষ্য করেন, তাহলে ৮০০১২২২ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অভিযোগ করা যাবে।

উল্লেখ্য, ২০২৪ সালে ১,৮৯১টি ভোক্তা অভিযোগের ৯৩ শতাংশই দ্রুত সমাধান করা হয়েছে। সূত্র: খালিজ টাইমস ও গালফ নিউজ

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT