মিয়ানমারে আসিয়ানের শান্তি প্রচেষ্টা ঝুলে আছে
প্রকাশিত : ০৭:০৭ পূর্বাহ্ণ, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ১৭ বার পঠিত
মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স বা আসিয়ানের শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া ঝুলে আছে।
গত মাসে দেশটিতে আসিয়ানের দূত উসমান হাসিম সফর করলেও জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেননি। কেন তিনি সাক্ষাৎ করেননি, তা জানা যায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, আসিয়ানের এ দূতের সফর গোপন রাখার নির্দেশনা ছিল।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাসচিব উসমানকে গত মাসে মিয়ানমারে দূত হিসেবে নিয়োগ দেয় আসিয়ান। ২০২১ সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের সঙ্গে মালয়েশিয়া আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর একটি। ইরাবতী।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।