সোমবার ২৩ জুন ২০২৫, ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রমোদতরীতেই তিন বছর

প্রকাশিত : ০৭:০৪ পূর্বাহ্ণ, ২০ মার্চ ২০২৩ সোমবার ১১১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কর্মব্যস্ত মানুষের জীবন বন্দি নিত্যদিনের চেনা ছকে। প্রতিদিনই মনে হয় ছক ভাঙার সময় হলো। বেশিরভাগেরই সেই আশা থেকে যায় মনের এক কোণেই। তবে এবার দূর থেকে কাজ করার অনুমতি পেলেই বেরিয়ে পড়া যাবে লম্বা ভ্রমণে। মাঝসমুদ্রে বসেই করা যাবে অফিসের কাজ। ৩ বছরব্যাপী এ যাত্রার জন্য গুনতে হবে মোটা অঙ্কের অর্থ।

সম্প্রতি একটি প্রমোদতরী পরিচালনা প্রতিষ্ঠান দীর্ঘ এই ভ্রমণ প্যাকেজ চালু করেছে। এস্কেপ ইউর ডেইলি লাইফ (নিত্যদিনের ব্যস্ততা থেকে মুক্তি) নামের এ প্যাকেজে ১ লাখ ৩০ হাজার মাইলেরও বেশি ভ্রমণ করা যাবে। সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজে প্রত্যেক ভ্রমণকারীকে বার্ষিক ৩০ হাজার ডলার করে মোট ৯০ হাজার ডলার গুনতে হবে। প্রমোদতরীর ইতিহাসে প্রথমবারের মতো এত দীর্ঘ ভ্রমণের প্যাকেজ চালু করা হলো।

তুরস্কভিত্তিক লাইফ অ্যাট সি ক্রুজেস তিন বছরের জন্য সমুদ্রযাত্রার বুকিং শুরু করেছে। আগামী ১ নভেম্বর সংস্থাটির এমভি জেমিনি ইস্তাম্বুল থেকে যাত্রা শুরু করবে। এ ভ্রমণে বিশ্বজুড়ে ৩৭৫টি বন্দরে বিরতির প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। সবমিলিয়ে ১৩৫টি দেশ ও সাতটি মহাদেশ ঘুরবে এ জাহাজ। ভারতের তাজমহল থেকে শুরু করে প্রমোদতরীটি ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি, মিসরের পিরামিড, পেরুর মাচুপিচু ও চীনের গ্রেটওয়াল পর্যন্ত বিশ্বের আইকনিক দর্শনীয় স্থানগুলো পাড়ি দেবে। ভ্রমণ গন্তব্যের মধ্যে ১০৩টি ক্রান্তীয় দ্বীপও রয়েছে। ৩৭৫টি বন্দরের মধ্যে ২০৮টিতে রাত্রিকালীন বিরতি দেওয়া হবে। মিরাই ক্রুজেসের সাবসিডিয়ারি লাইফ অ্যাট সি ক্রুজেসের জাহাজ এমভি জেমিনিতে ৪০০টি কেবিন এবং ১ হাজার ৭৪ জন যাত্রীর জন্য কক্ষ রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সাধারণ সুবিধার পাশাপাশি জাহাজটিতে রেস্তোরাঁ, বিনোদন ও দূর থেকে কাজ করার সুবিধা থাকবে। সেখানে সভা কক্ষ, ১৪টি অফিস কক্ষ, একটি ব্যবসায়িক গ্রন্থাগার ও একটি লাউঞ্জসহ একটি পূর্ণাঙ্গ বিজনেস সেন্টার সুবিধা থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কাজের মাঝে কফি বিরতির জন্য সম্পূর্ণ বিনামূল্যে লাউঞ্জ ব্যবহার করা যাবে। এ ছাড়া সেখানে একটি চিকিৎসাকেন্দ্রও থাকবে। বিনামূল্যে সেবা নেওয়া যাবে যে কোনো সময়।

লাইফ অ্যাট সি ক্রুজেসের ব্যবস্থাপনা পরিচালক মিকায়েল পিটারসন বলেন, পেশাদারদের কাজ করার জন্য প্রয়োজন যোগাযোগ সরঞ্জাম ও সঠিক সুযোগ-সুবিধা। কেবল আমরাই এ ধরনের সুবিধার ব্যবস্থা করেছি।

১৩ বর্গফুটের কেবিনগুলোয় বসবাসের জন্য জনপ্রতি বার্ষিক ২৯ হাজার ৯৯৯ ডলার খরচ করতে হবে। তিন বছরের এ ভ্রমণে দুইজনের ব্যয় হবে ১ লাখ ৭৯ হাজার ৯৯৪ ডলার। এ ছাড়া দ্বিগুণ আকারের ব্যালকনি স্যুটগুলোয় থাকতে তিন বছরে প্রত্যেকের ব্যয় করতে হবে ১ লাখ ৯ হাজার ৯৯৯ ডলার। সবচেয়ে সাশ্রয়ী বহিরাঙ্গন কেবিনের জন্য জনপ্রতি খরচ ৩৬ হাজার ৯৯৯ ডলার। এসব খরচে খাবার অন্তর্ভুক্ত।

এ ভ্রমণের জন্য যাত্রীদের অবশ্যই তিন বছরের জন্য সাইন আপ করতে হবে। যদিও ভ্রমণ সাশ্রয়ী করে তুলতে প্রতিষ্ঠানটি একটি ম্যাচমেকিং স্কিমও চালু করেছে। যেখানে যাত্রীরা ভ্রমণসূচি অনুযায়ী বাইরের কারও সঙ্গে কেবিন ভাগাভাগি করতে পারবেন। যেমন, দুই দম্পতি পুরো ভ্রমণের জন্য একটি কেবিন বুক করতে পারবেন এবং সময়সূচি ভাগাভাগি করে নিতে পারেন। অর্থাৎ দেড় বছর এক দম্পতি এবং বাকি দেড় বছর আরেক দম্পতি ভ্রমণ করবেন।

প্রমোদতরীতে সময় কাটাতে বিভিন্ন অনুষঙ্গ থাকবে। একটি সানডেক, সুইমিং পুল, সুস্থতা কেন্দ্র, একাধিক ডাইনিং ইত্যাদি। তাছাড়া শরীরচর্চার জন্য থাকছে জিম ও সেলুন। ক্রুজে বিনামূল্যে উচ্চগতির ওয়াইফাইও রয়েছে। প্রমোদতরীর কর্মীরাও পরিবার ও বন্ধুদের নিয়ে বিনামূল্যে এ যাত্রা উপভোগ করতে পারবেন।

এশিয়ায় বিরতি দেওয়া স্থানগুলোর মধ্যে থাকবে জাপান (১২টি স্থান), দক্ষিণ কোরিয়া ও চীন। এ ছাড়া ইন্দোনেশিয়ার বালি দ্বীপ ও ভিয়েতনামের দা ন্যাংসহ কম্বোডিয়া উপকূল থেকে ব্যাংকক, সিঙ্গাপুর এবং কুয়ালালামপুর পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশিরভাগ গন্তব্য ঘুরবে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কাজুড়ে ঘুরবে জাহাজটি। আফ্রিকার পশ্চিমে যাওয়ার আগে মালদ্বীপ ও সিসিলি পরিদর্শন করবে। তারপর সেন্ট হেলেনা, ক্যানারি ও ম্যাডেরাসহ আফ্রিকার পশ্চিম উপকূলের দ্বীপগুলো ঘুরে দেখানো হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT