সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ছিন্নমূল মানুষকে এডুকেয়ারের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ০৭:৩৩ পূর্বাহ্ণ, ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার ৩৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কুষ্টিয়ার বেশকিছু স্থানে প্রচণ্ড শীতে কষ্টে থাকা হতদরিদ্র ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ।
শনিবার মধ্যরাতে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, স্টেশনে ভবঘুরে, পরিচ্ছন্নতা কর্মী ও ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ করেন ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল। এসময় শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল বলেন, আমরা শীতের শুরুতেই শীতার্ত কিছু মানুষের পাশে প্রতিবারের ন্যায় এবারও দাড়িয়েছি। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। সমাজের বিত্তবান মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত বলেও জানান তিনি।
এদিকে কম্বল পেয়ে শীতার্তরা খুশি হয়ে বলেন, এ কম্বল তাদের কষ্ট অনেকটা লাঘব হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT