anusandhan24.com
কুষ্টিয়ায় ছিন্নমূল মানুষকে এডুকেয়ারের শীতবস্ত্র বিতরণ
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ০৭:৩৩ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

কুষ্টিয়ার বেশকিছু স্থানে প্রচণ্ড শীতে কষ্টে থাকা হতদরিদ্র ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ।
শনিবার মধ্যরাতে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, স্টেশনে ভবঘুরে, পরিচ্ছন্নতা কর্মী ও ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ করেন ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল। এসময় শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল বলেন, আমরা শীতের শুরুতেই শীতার্ত কিছু মানুষের পাশে প্রতিবারের ন্যায় এবারও দাড়িয়েছি। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। সমাজের বিত্তবান মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত বলেও জানান তিনি।
এদিকে কম্বল পেয়ে শীতার্তরা খুশি হয়ে বলেন, এ কম্বল তাদের কষ্ট অনেকটা লাঘব হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।