anusandhan24.com
এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮ জন
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ০৬:০২ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ডেঙ্গু নিয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, হাসপাতালে ভর্তি নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪, চট্টগ্রাম বিভাগে ৮৭, ঢাকা বিভাগে ১০৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭, খুলনা বিভাগে ১৩ ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন ৩৩ জন।

ভর্তি রোগীদের মধ্যে ৪৭৪ জন হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ৬০ হাজার ৭৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, গতকাল পর্যন্ত মোট ৬৩ হাজার ৬৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ; নারী ৩৮ দশমিক ৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন কারও মৃত্যু না হওয়ায় সংখ্যাটি ২৫৯ জনই রয়েছে।

গত বছর এক লাখ ২১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়, মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়; হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।