anusandhan24.com
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ০৪:০৮ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

বিসিএস (পুলিশ) ক্যাডার ‘সহকারী পুলিশ সুপার (এএসপি)’ পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ পুলিশের ৬২ কর্মকর্তা।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেয়া হয়।

একটি প্রজ্ঞাপনে ৩৩ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে বলা হয়, এসব কর্মকর্তাদের বিসিএস (পুলিশ) ক্যাডারে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো।

আরেক প্রজ্ঞাপনে ২৯ জন পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে বলা হয়, এসব কর্মকর্তাদের বিসিএস (পুলিশ) ক্যাডারে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো।

উভয় প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদান পত্র দাখিল করার জন্য বলা হয়। পাশাপাশি জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

সূত্র জানিয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা দীর্ঘদিন মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ দমন, তদন্ত ও জননিরাপত্তা রক্ষায় দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন। পদোন্নতির মাধ্যমে তাদের দায়িত্ব ও কর্মপরিধি আরও বৃদ্ধি পেল।