anusandhan24.com
মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ০৬:১৬ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

যুক্তরাষ্ট্রের টেনেসিতে একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ১৯ জন নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গেছেন।

বিস্ফোরণ শুক্রবার (১০ অক্টোবর) হাম্পপ্রিস কাউন্টির পাহাড়ি এলাকায় অবস্থিত অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম কারখানায় ঘটেছে। ১,৩০০ একরের এই কারখানার একটি ভবন পুরোপুরি ধসে যায়।

বিস্ফোরণের ধাক্কা এতই শক্তিশালী ছিল যে, তা কয়েক মাইল দূরের বাড়িঘরেও অনুভূত হয়।

কারখানাটি মার্কিন সেনাবাহিনী এবং বিদেশি সেনাদের জন্য বিস্ফোরক সরবরাহ করে। স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উদ্ধারকর্মীরা প্রথমে জায়গায় যেতে পারেননি, কারণ বিস্ফোরণ স্থলে আরও ঝুঁকি ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার ও তদন্ত শুরু হয়েছে।

মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ
সাতসকালে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত
তদন্তকারীরা কারখানার ভবন, মৃত ও নিখোঁজদের খোঁজ নিয়ে কাজ করছেন। স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষের তৎপরতায় আশা করা হচ্ছে, শিগগিরই বিস্তারিত তথ্য জানা যাবে। সূত্র: এপি