anusandhan24.com
ভারত সফরে রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর, কেন?
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ০৭:২৭ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ভারত ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। বুধবার (৮ অক্টোবর) মুম্বাইয়ের যশ রাজ স্টুডিও পরিদর্শনকালে তিনি ঘোষণা করেন যে যশ রাজ ফিল্মসের নতুন তিনটি সিনেমার প্রকল্প ব্রিটেনে ৩ হাজারেরও বেশি লোকের কর্মসংস্থান তৈরি করবে। এই ছবিগুলোর শুটিং ২০২৬ সালের শুরুতে ব্রিটেনে শুরু হওয়ার কথা রয়েছে।

স্টারমার এ সময় যশ রাজ পরিবারের পুত্রবধূ রানি মুখার্জিসহ বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “বলিউড ব্রিটেনে ফিরছে। এটি কর্মসংস্থান, বিনিয়োগ এবং নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে। এই অংশীদারি ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং দুই দেশের জনগণেরও সুবিধা হবে।”

যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি এই চুক্তিতে সন্তোষ প্রকাশ করে বলেন, “ব্রিটেন সবসময়ই আমাদের কাছে খুব স্পেশাল। আমাদের আইকনিক ছবি, যেমন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে)-এর শুটিং ওখানে হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আমাদের স্টুডিওতে এসে এই চুক্তিতে সই করায় আমরা সম্মানিত।”

তিনি আরও জানান, ডিডিএলজে-এর ৩০ বছর উদযাপন ব্রিটেনে হবে এবং তাঁরা বর্তমানে ব্রিটেনে ‘কাম ফল ইন লাভ’ ছবির ইংরেজি নাটকের সংগীত প্রযোজনা করছেন। এই ঘোষণার ফলে ভারত-ব্রিটেনের সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিক খুলবে বলে মনে করছেন উভয় পক্ষ। এটি কেবল নতুন কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগ তৈরি করবে না, বরং সৃজনশীল বিনিময়ের ক্ষেত্রেও নতুন প্রেরণা জোগাবে।

সূত্র: রিপাব্লিক ওয়ার্ল্ড