anusandhan24.com
চলতি বছর ডেঙ্গুতে ২০০ জনের মৃত্যু
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ০৫:২৭ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৯০ জন।

বুধবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে দুজন মারা গেছেন, তারা উভয়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা।

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৯০ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী (১৩৮ জন) ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। অন্যান্য বিভাগে রোগীর ভর্তির সংখ্যা:

ঢাকা বিভাগ: ১০০ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি): ৭৮ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি): ৬৪ জন
চট্টগ্রাম বিভাগ: ৬০ জন
ময়মনসিংহ বিভাগ: ২৮ জন
রংপুর বিভাগ: ২২ জন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০০ জন মারা গেছেন। এলাকাভিত্তিক হিসাবে দেখা গেছে, মোট মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি (৯৫ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। অন্যান্য বিভাগে মোট মৃত্যুর সংখ্যা:

* বরিশাল বিভাগ: ৩২ জন
* ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২৬ জন
* চট্টগ্রাম বিভাগ: ২৩ জন
* রাজশাহী বিভাগ: ১০ জন
* ময়মনসিংহ বিভাগ: ৬ জন
* খুলনা বিভাগ: ৫ জন
* ঢাকা বিভাগ: ৩ জন