anusandhan24.com
এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান ২০২৫
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

আজ কুষ্টিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে সকাল থেকেই কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে আনন্দ ও উচ্ছ্বাসে।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাঁর উদ্বোধনী বক্তৃতায় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—
“তোমাদের জন্য কলেজের দ্বার সবসময় উন্মুক্ত। সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও দেশপ্রেমের আলোকে এগিয়ে গিয়ে নিজেদের জীবন গড়তে হবে তোমাদের।”
নবীনদের বরণ করে নিতে ফুলের তোড়া, শুভেচ্ছা স্মারক এবং করতালির মাধ্যমে তৈরি হয় এক অনন্য আবহ। সিনিয়র শিক্ষার্থীরা নতুনদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে—কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও নাটিকা দর্শকদের মন জয় করে নেয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নবীনদের শপথ গ্রহণ পর্ব। তারা প্রতিজ্ঞা করে, সৎ, পরিশ্রমী ও আদর্শবান শিক্ষার্থী হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং প্রতিষ্ঠান ও দেশের মর্যাদা বৃদ্ধি করবে।
অনুষ্ঠান শেষে চেয়ারম্যান, পরিচালক, অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ নবীনদের উদ্দেশে সাফল্য ও শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন। প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানটি পরিণত হয় মিলনমেলায়, যেখানে নবীন ও প্রবীণদের মাঝে গড়ে ওঠে এক উষ্ণ সম্পর্কের সেতু।
নবীন বরণ ২০২৫ ছিল শুধুমাত্র একটি স্বাগত অনুষ্ঠান নয়, বরং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নতুন যাত্রার অনুপ্রেরণা, স্বপ্ন ও সম্ভাবনার উজ্জ্বল সূচনা।