anusandhan24.com
ওষুধের দোকানে মদ বিক্রি, বাবা-ছেলেসহ আটক ৩
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

লক্ষ্মীপুরে অবৈধভাবে ওষুধের দোকানে মদ বিক্রির অভিযোগে বাবা-ছেলেসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় ২৩ লিটার কেরু মদ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সদর থানা রোড এলাকায় প্রথমে ওষুধের দোকান জয় ফার্মাতে ও পরে দোকানের পেছনে বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী ও পৌর শহরের বাঞ্ছানগর এলাকার বাসিন্দা কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও শ্রীধাম বাছার চাঁদপুরের হাইমচর এলাকার মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে।

সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিশোর কুমার অবৈধভাবে থানারোড এলাকায় মদ বিক্রি করে আসছে। তারা বাড়ির সামনেই তাদের ওষুধের দোকানে রেখে মদ বিক্রি করে আসছিল। অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে ধরা হয়েছে। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের লোকজনের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।