anusandhan24.com
সিনেমায় ইমরান হাশমির সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০৪ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

প্রায় ১৮ বছর পর সিক্যুয়েল আসছে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন’ সিনেমার। ‘আওয়ারাপন ২’ শিরোনামে নির্মিত হবে এটি। প্রথমটি পরিচালনা করেছিলেন মোহিত সুরি, তবে এবার পরিচালকের দায়িত্বে থাকছেন নিতিন কাক্কর। মুকেশ ভাটের প্রযোজনায় নায়িকাতেও পরিবর্তন আনা হয়েছে। অভিনেত্রী শ্রিয়া সরণের জায়গায় নায়িকা হিসেবে থাকছেন দিশা পাটানি। (সূত্র : পিঙ্কভিলা)

‘আওয়ারাপন’ সিনেমাটি ২০০৭ সালের ২৯ জুন মুক্তি পায়। ছবিতে ইমরান হাশমি ‘শিবম পান্ডিত’ চরিত্রে অভিনয় করেছিলেন। একই চরিত্রে তিনি এবারও ফিরছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রযোজক মুকেশ ভাট এবং পরিচালক নিতিন কাক্কর নিশ্চিত করেছেন, দিশা পাটানি ছবির মূল নায়িকা এবং ইতোমধ্যেই গল্প তার পছন্দ হয়েছে।

এবারও গল্প আবর্তিত হবে গ্যাংস্টার জগতকে ঘিরে, তবে রোমান্স এবং আবেগের মাত্রা প্রথমটির তুলনায় দ্বিগুণ থাকবে। গল্পের পাশাপাশি সিনেমার সংগীতেও থাকবে বিশেষ গুরুত্ব। নতুন গানের পাশাপাশি পুরনো কিছু জনপ্রিয় সুরও যুক্ত হতে পারে বলে জানা গেছে।

‘আওয়ারাপন ২’-এর শুটিং শুরু হবে এ বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরে। শুটিং ২০২৬ সালের শুরুতে শেষ করার পরিকল্পনা রয়েছে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।