anusandhan24.com
সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক কাল
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৭ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বৈঠক করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

রোববার (৩১ আগস্ট) সিইসির দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকটি সিইসির দপ্তরে অনুষ্ঠিত হবে।

এটি ৫ আগস্টের পর প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় কমিশন ভবনে সিইসির সঙ্গে ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল।

তবে সেদিন সকাল থেকে আগারগাঁওয়ে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে কমিশন ভবনে প্রবেশে জটিলতা দেখা দেয়। ওই পরিস্থিতিতে বৈঠকটি বাতিল করা হয়।

সূত্র বলছে, সোমবারের বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি, কমিশনের প্রস্তুতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা নিয়ে আলোচনা হতে পারে।