
anusandhan24.com :
কিয়েভে রাশিয়ার হামলার পর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।
ইউক্রেনের রাজধানীতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়া। এতে অন্তত ১৮ জন – যার মধ্যে চারজন শিশু – নিহত হয়েছে। হামলায় ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় ও ইউরোপীয় ইউনিয়নের দপ্তরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার এই হামলাকে ‘অর্থহীন’ বলে উল্লেখ করে অভিযোগ করেছেন, রাশিয়া ‘শান্তির আশা ধ্বংস করছে’।
পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মস্কোর হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কিয়েভে ব্রিটিশ কাউন্সিল ও ইইউ দপ্তরও রয়েছে। আমরা রুশ রাষ্ট্রদূতকে তলব করেছি। হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে।’
ধারণা করা হচ্ছে, রাশিয়ার যুক্তরাজ্যে রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন কর্মকর্তাদের (মন্ত্রী নয়) সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
একইভাবে, ইউরোপীয় ইউনিয়নও তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছে কিয়েভে হামলার ঘটনার পর।