anusandhan24.com
একাধিক দেশে ইরানের অস্ত্র কারখানা
সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ০৭:১৫ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ইরান বেশ কয়েকটি দেশে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। যদিও কোন কোন দেশে এসব কারখানা স্থাপন করা হয়েছে, তা তিনি প্রকাশ করেননি।

শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরজাদেহ বলেন, আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছি। তবে এখনই নাম প্রকাশ করছি না। গত এক বছরে ইরান নতুন ধরনের উন্নত ও নিয়ন্ত্রণযোগ্য ওয়ারহেড পরীক্ষা করেছে।

এমন সময়ে ইরানের প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য এলো, যখন বৃহস্পতিবার ইরানের নৌবাহিনী ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরে বৃহৎ সামরিক মহড়ায় সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল পরীক্ষা চালায়। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল