
anusandhan24.com :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়েছেন। তবে তাঁর এ পরিকল্পনাকে ‘ক্ষমতার অপব্যবহার’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিটজকার।
তিনি বলেন, এমন কোনো জরুরি অবস্থা নেই, যার জন্য ইলিনয়ে ন্যাশনাল গার্ড পাঠানো লাগবে। মার্কিন প্রেসিডেন্ট একটি সংকট তৈরি করার চেষ্টা করছেন।
এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে প্রায় দুই হাজার সেনা মোতায়েন করা হয়েছে। শনিবার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অপরাধ, গৃহহীন ও অনথিভুক্ত অভিবাসীদের দমনে ট্রাম্প এ উদ্যোগ নিচ্ছেন।
শুক্রবার ট্রাম্প বলেন, তিনি এই নীতি শিকাগো ও নিউইয়র্কে বাস্তবায়ন করবেন, এ দুটি বড় শহরও ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন। বিবিসি।