anusandhan24.com
নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পাম অয়েল
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ০৯:২০ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে গত ৩ আগস্ট ১৫০ টাকা নির্ধারণ করে সরকার। নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা তা দেখতে আজ সোমবার কারওয়ান বাজার সরজমিনে পরিদর্শন করে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের প্রতিনিধি। প্রতিনিধি দেখতে পান যে, প্রতিকেজি পাম অয়েল ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ পরিমাপক একক পরিবর্তন করে হিসাব করলে প্রতি লিটারে নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজই সুপারিশসহ একটি পর্যবেক্ষণ প্রতিবেদন ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এতে বলা হয়, বাজারে সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে খোলা ভোজ্যতেল বাজারজাতকরণের ক্ষেত্রে পরিমাণের একক কেজির পরিবর্তে লিটারের ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। তাছাড়া খোলা পাম অয়েল নির্ধিরতি মূল্যের চেয়ে লিটারে ৫ টাকা বেশি মূল্যে বিক্রি হচ্ছে, তা নিরুৎসাহিত করা প্রয়োজন।

নির্ধারিত মূল্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে মাঠ পর্যায়ে মনিটরিং কার্যক্রম জোরদার করা সুপারিশ কমিশন। একই সঙ্গে মিলগেট, পরিবেশক বা পাইকারী এবং খুচরা মূল্য মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে বলা হয়।