anusandhan24.com
যুদ্ধ বন্ধে অস্ত্রবিরতি নয়, প্রয়োজন ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ০৮:৪২ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার প্রক্রিয়া শুরু হয়েছে। যুদ্ধ বন্ধের জন্য অস্ত্রবিরতির প্রয়োজন নেই। এই মুহূর্তে দরকার ত্রিপক্ষীয় বৈঠক। অঞ্চলটিতে দীর্ঘ মেয়াদে শান্তির জন্য রাশিয়া ও ইউক্রেন উভয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে।

হোয়াইট হাউসে দুই নেতার সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। এর আগে স্থানীয় সময় বেলা ১১টায় হোয়াইট হাউসে যান জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ইউরোপের কয়েকটি দেশের শীর্ষ নেতারাও হোয়াইট হাউসে গেছেন। কয়েক ঘণ্টা পর জেলেনস্কিসহ তাদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, ইউক্রেন চাইলে যুদ্ধ শেষ করতে পারে। তবে একটি ত্রিপক্ষীয় বৈঠক যুদ্ধ শেষ করার জন্য গুরুত্বপূর্ণ। যদি সবকিছু ঠিক মতো হয়, তাহলে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করা হবে।

শান্তি চুক্তির জন্য ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়ার দরকার নেই উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ওয়াশিংটন। তাদেরকে খুব ভালো সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি জানান, ত্রিপক্ষীয় বৈঠকে আগ্রহী তার দেশ। কূটনৈতিকভাবে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনীয়দের সমর্থন আছে।