anusandhan24.com
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার, ১৭ আগস্ট ২০২৫ ০৭:৩৫ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ নগরীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৬ আগস্ট) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের অন্তর্ভুক্ত মৃধা বাড়ী-শনির আখড়া-নামা শ্যামপুর অংশে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রোববার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা জুরাইন, ধোলাইর পাড়, জিয়া সরনী, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।