anusandhan24.com
মাদারীপুরে গণভোজ আয়োজনকালে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
শনিবার, ১৬ আগস্ট ২০২৫ ০৬:৪৮ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণভোজের আয়োজনকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই নেতা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু এবং খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম খোকন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তবে গণভোজের বিষয়টি আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

পুলিশ জানায়, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একাত্রিত হয়। একত্রিত হয়ে তারা বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে এমন তথ্য ছিলো পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে শহরের পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকায় অভিযান পরিচালনা করে কাজী শাহাদাত হোসেন মিঠু এবং জাহিদুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন সাংবাদিকদের জানান, নিয়মিত মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই অভিযান।