anusandhan24.com
সুদানে কলেরার প্রাদুর্ভাব বেড়েছে, প্রাণহানি অন্তত ৪০
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ০৮:১২ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে নতুন করে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে এমএসএফ জানিয়েছে, একটি সর্বাত্মক যুদ্ধের পাশাপাশি সুদানের মানুষ এখন দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কলেরা প্রাদুর্ভাবের সম্মুখীন হচ্ছে। গত সপ্তাহে শুধু দারফুর অঞ্চলে এমএসএফের বিভিন্ন টিম ২ হাজার ৩০০ জনেরও বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে। এ সময় ৪০ জনের মৃত্যু রেকর্ড করেছে।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত ২ হাজার ৪৭০ জন কলেরাজনিত কারণে মারা গেছে।

প্রসঙ্গত, কলেরা সাধারণত পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ রোগে আক্রান্ত হলে তীব্র ডায়রিয়া, বমি এবং পেশীতে টান লাগার মতো অনুভূতি হয়। কলেরায় আক্রান্ত রোগীকে চিকিৎসা না করলে কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হতে পারে। গুরুতর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা করা যেতে পারে। ২০২১ সাল থেকে বিশ্বব্যাপী কলেরা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা ভৌগোলিকভাবেও ছড়িয়ে পড়েছে।