anusandhan24.com
দগ্ধ ৫১ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, বেশিরভাগই শিশু: পরিচালক
সোমবার, ২১ জুলাই ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৫১ জন ভর্তি বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।

সোমবার (২১ জুলাই) বিকেলে বর্তমান পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, এখন বার্ন ইনস্টিটিউটে মোট ৫১ জন ভর্তি আছে। তাদের বেশিরভাগই শিশু।

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান।